thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

উন্নত চিকিৎসা নিতে বিদেশে যেতে চান মোশারফ

২০১৪ জানুয়ারি ২৫ ০৩:০৯:৫৩
উন্নত চিকিৎসা নিতে বিদেশে যেতে চান মোশারফ

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ হৃদরোগের চিকিৎসা নিতে বিদেশে যেতে চান। শুক্রবার বিশেষ আদালতের কাছে দাখিল করা এক প্রতিবেদনে এ তথ্য জানায় তার চিকিৎসা বোর্ড। খবর এনডিটিভির।

বিশেষ আদালতে বিচারাধীন ৭০ বছর বয়সী মোশারফের স্বাস্থ্য পর্রবেক্ষণের জন্য এ চিকিৎসা বোর্ড তৈরি করা হয়েছিল। রাষ্ট্রদ্রোহ মামলায় বিচার শুরু হওয়ার পর গত ২ জানুয়ারি মোশারফ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পাকিস্তানের এক্সপ্রেস নিউজে প্রকাশিত চিকিৎসা বোর্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে তার স্বাস্থ্যগত অবস্থা খুবই খারাপ। এতে বলা হয়, মোশারফের অবস্থা এতই খারাপ যে, তিনি যে কোনো সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।

তবে আদালত চিকিৎসা বোর্ডের ওই প্রতিবেদন বুধবার পুন:নীরিক্ষণের পর মোশারফের চিকাৎসা বিষয়ে সিদ্ধান্ত জানাবে বলে ঘোষণা দিয়েছে।

২০০৭ সালের নভেম্বরে সংবিধান লঙ্ঘন ও জরুরি অবস্থা জারির দায়ে মোশারফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছিল যা এখন একটি বিশেষ আদালতে বিচারাধীন।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/এএল/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর