thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ইউক্রেনের প্রশাসনিক ভবন বিক্ষোভকারীদের দখলে

২০১৪ জানুয়ারি ২৫ ০৪:১১:৫১
ইউক্রেনের প্রশাসনিক ভবন বিক্ষোভকারীদের দখলে

দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের ৬টি গুরুত্বপূর্ণ অঞ্চলের প্রশাসনিক ভবন শুক্রবার নিজেদের দখলে নিয়েছে বিক্ষোভকারীরা। এর ফলে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ দেশের একটি অংশের উপর নিয়ন্ত্রণ হারালেন। পাশাপাশি রাজধানী কিয়েভেও বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। খবর গাল্ফ নিউজের।

এ সব আঞ্চলিক প্রশাসন ইয়ানুকোভিচের নিয়োজিত প্রশাসকদের দ্বারা পরিচালিত হতো। তবে বিক্ষোভকারীদের দখলকৃত প্রশাসনিক ভবনগুলোতে এখনও দুই শতাধিক কর্মকর্তা আটকে আছেন বলে জানিয়েছে এএফপি।

এ দিকে কিয়েভের প্রশাসনিক ভবন এখন পর্যন্ত দখল না করলেও এর চারপাশে ব্যারিকেড দিয়ে রেখেছে বিক্ষোভকারীরা। শহরের বাইরে মহাসড়কগুলোও অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা।

জনসমাগম ও বিক্ষোভের বিরুদ্ধে সরকারের একটি আইন পাস করাকে কেন্দ্র করে দেশটিতে সাম্প্রতিক দিনগুলোতে নতুন করে এ বিক্ষোভ শুরু হয়েছে।

তবে গত নভেম্বর থেকেই সরকারের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে ইউক্রেনের রাজধানী কিয়েভের ইন্ডিপেন্ডেন্ট স্কয়ারে বিক্ষোভ চলছিল। রাশিয়ার অনুকূলে থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দেশটির সরকার একটি সম্ভাব্য চুক্তি থেকে বিরত থাকায় ওই বিক্ষোভ শুরু হয়।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/এএল/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর