thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ চুরি, আটক ৩

২০১৪ জানুয়ারি ২৫ ১০:৪৩:৪১
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ চুরি, আটক ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ চুরির সময় দায়িত্বরত আনসার সদস্যরা তিনজনকে আটক করেছে। হাসপাতালের বহির্বিভাগের নেফরোলজি বিভাগে শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে আটক তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমানের কক্ষে নিয়ে যাওয়া হয়।

আটকদের মধ্যে মো. জসিম (৩৫) ও রফিকুল ইসলাম (৪৫) হাসপাতালের বহির্বিভাগে স্পেশাল ডিউটি করতেন। অপরজন হলেন সাগর (২০)।

হাসপাতালের পরিচালক মুস্তাফিজুর রহমান জানান, আটকদের এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হবে। চুরি হওয়া ওষুধের আনুমানিক মূল্য ৫ থেকে ৭ হাজার টাকা বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/ইইউ/এমডি/শাহ/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর