thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পোডোলস্কির জোড়া গোলে আর্সেনালের জয়

২০১৪ জানুয়ারি ২৫ ১৪:৪৯:০২
পোডোলস্কির জোড়া গোলে আর্সেনালের জয়

দ্য রিপোর্ট ডেস্ক : এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে আর্সেনাল। লোকাস পোডোলস্কির জোড়া গোলে তারা ৪-০ ব্যবধানে হারিয়েছে কভেন্টি সিটিকে।

এমিরেটস স্টেডিয়ামে দুর্দান্ত জয় পেয়েছে আর্সেনাল। প্রতিপক্ষ কভেন্টির জালে গুনে গুনে ৪ বার বল পাঠিয়েছে তারা। ২টি গোল করেছেন পোডোলস্কি। এ ছাড়া একটি করে গোল করেছেন কারজোলা ও গিরাউদ।

মাঠে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল আর্সেনাল। আর অসহায় দর্শকের ভূমিকা পালন করেছে সফরকারী কভেন্টি। ২ অর্ধ মিলেও জালের ঠিকানা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে তারা। এ জন্য মাথা নিচু করেই মাঠ ছেড়েছে দলটি।

(দ্য রিপোর্ট/সিজি/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর