thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

আফ্রিকায় বেন অ্যাফ্লেক

২০১৩ নভেম্বর ০১ ১৯:১৯:১০
আফ্রিকায় বেন অ্যাফ্লেক

দিরিপোর্ট২৪ ডেস্ক : অভিনেতা বেন অ্যাফ্লেক পরিচালিত আরগো ২০১৩ সালে জিতে নিয়েছে সেরা ছবির অস্কার। এক বছর পর আবার নতুন ছবির পরিচালনায় ব্যস্ত হলেন তিনি। নাম ঠিক না হওয়া ছবিটিতে তিনি অভিনয়ও করছেন। এ্যাকশন–থ্রিলারধর্মী ছবিটির শুটিং চলছে আফ্রিকায়।

এর আগে অ্যাফ্লেক ওয়ানার্স ব্রাদার্সের ব্যাটম্যান সিরিজের নতুন পর্বের জন্য চুক্তিবদ্ধ হন।

একচল্লিশ বছর বয়সী এই তারকার নতুন ছবির চিত্রনাট্য লিখেছেন উইল স্টাপলস। পার্ল স্ট্রিট ফিল্মসের ব্যানারে জেনিফর টডের সঙ্গে মিলে অ্যাফ্লেকের বন্ধু অভিনেতা ম্যাট ডেমন ছবিটি প্রযোজনা করছেন। এই ছবির কাহিনীতে উঠে এসেছে পশ্চিমা দাতব্য কার্যক্রমের নৈতিক অস্বচ্ছতা। প্রশ্ন তোলা হয়েছে বৈদেশিক সাহায্যগুলো নব্য-উপনিবেশবাদী উপকরণ কিনা।

এছাড়া অ্যাফ্লেক নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে। ডেনিস লিহানের পাঠকপ্রিয় অপরাধ বিষয়ক উপন্যাস অনুসরণে নির্মিতব্য ছবিটির নাম লাইভ বাই নাইট। এর আগেও ২০০৭ সালে অ্যাফ্লেক ডেনিস লিহানের কাহিনিতে গন বেবি গন ছবিটি পরিচালনা করেন।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/এমডি/নভেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর