thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না : আব্দুল মতিন

২০১৪ জানুয়ারি ২৫ ১৫:৩১:৪২
দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না : আব্দুল মতিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের মানুষ এখন আর শান্তিতে ঘুমাতে পারছে না বলে মন্তব্য করেছেন ভাষা সৈনিক আব্দুল মতিন।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শনিবার দুপুরে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ আসাদের ৪৪-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের কেউই মওলানা ভাসানীকে যথাযথ মর্যাদা দেননি।

তিনি আরও বলেন, বর্তমানে রাজনীতিতে কেবল ক্ষমতা পাওয়ার যুদ্ধ চলছে। সাধারণ মানুষের কথা কেউই ভাবছে না। রাজনীতিতে এই ভাবনার পরিবর্তন প্রয়োজন।

আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ। সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জামাল হায়দার, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ডা. জহুরুল্লাহ চৌধুরী ও পরিবেশ বিজ্ঞানী ড. সৈয়দ সফিউল্লাহ প্রমুখ।

দ্য রিপোর্ট/এমএম/কেএন/এমডি/সা/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর