thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

প্রস্তাবের বিপক্ষে থাকবে বাংলাদেশ : জালাল ইউনুস

২০১৪ জানুয়ারি ২৫ ১৭:০৯:১৭
প্রস্তাবের বিপক্ষে থাকবে বাংলাদেশ : জালাল ইউনুস

দ্য রিপোর্ট প্রতিবেদক : ক্রিকেট ভক্তরা অনেক উৎকন্ঠার মধ্যে ছিল গত কিছুদিন ধরে। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের বক্তব্যে হাফ ছেড়ে বেঁচেছেন ক্রিকেট ভক্তরা।

ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় (আইসিসি) সবচেয়ে বেশি বিনিয়োগকারী ৩ দেশ ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া যৌথভাবে সার্বিক ক্ষমতা নিতে চাইছে। সেই সঙ্গে ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি)ও বাদ দিতে চাইছে তারা। আইসিসিতে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট সংস্কার প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস পরিষ্কারভাবে বলেছেন, ‘আইসিসির করা ৩ দেশের প্রস্তাবের বিপক্ষে অবস্থান থাকবে তাদের। তিনি আরও যোগ করেছেন, ‘নতুন এ প্রস্তাবের ২টি দিক রয়েছে। একটি আর্থিক অন্যটি ক্রিকেট সম্পর্কীয়।’

জালাল ইউনুস বলেছেন, ‘আর্থিক বিষয়টিতে আমাদের সমস্যা নেই। তাদের পক্ষে আমরা ভোট দেব। কিন্তু আমাদের আপত্তি আছে ক্রিকেটের নতুন বিষয়টিতে। সেখানে বাংলাদেশকে নিচের সারির দলগুলোর সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল কাপে অংশ নিতে হবে। কিন্তু এটা কোনোভাবেই আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।’

আইসিসিরি নতুন প্রস্তাব মেনে না নেওয়ার পক্ষে যুক্তি দেখিয়েছেন সাবেক ও বর্তমান বোর্ড পরিচালক জালাল ইউনুস । তিনি বলেছেন, ‘আমরা গত কয়েকবছর ধরে টেস্ট ক্রিকেটে ভালো খেলছি। আরও ৫ বছরের মধ্যে আমরা শক্ত অবস্থানে যাব। এ সময়ে আমাদের আরও ভালো দলের বিপক্ষে খেলতে হবে। এমন একটি পরিস্থতিতে আইসিসির নতুন সিদ্ধান্তে আমাদের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। আমার এটি কোনোভাবেই মেনে নিতে পারি না।’

(দ্য রিপোর্ট/এএস/সিজি/সা/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর