thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

কোয়ার্টার ফাইনালে নাদাল

২০১৩ নভেম্বর ০১ ২০:৪৭:২৬
কোয়ার্টার ফাইনালে নাদাল

দিরিপোর্ট২৪ ডেস্ক : প্যারিস মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। তৃতীয় রাউন্ডে স্প্যানিশ তারকা হারিয়েছেন জেরজি জানোভিচকে।

প্রতিযোগিতার গতবারের রানার-আপ জানোভিচকে ৭-৫ ও ৬-৪ গেমে হারান নাদাল। তার সঙ্গে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন নোভাক জকোভিচও। তিনি ৬-৭ (৫), ৬-১ ও ৬-২ গেমে জেতেন জন ইসনারের বিপক্ষে।

নাদাল ও জকোভিচ ছাড়াও তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডেভিড ফেরার, হুয়ান মার্তিন দেল পোর্তো, টমাস বার্দিচ, রজার ফেদেরার, স্তানিসলাস ওয়ারিঙ্কা ও রিচার্ড গাসকুয়েট।

(দিরিপোর্ট২৪/সিজি/এমএআর/নভেম্বর ১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর