thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঢাকা ক্যান্ট. গার্লস পাবলিক স্কুল ও কলেজের ক্রীড়া-উৎসব

২০১৪ জানুয়ারি ২৫ ২১:০৮:০৭
ঢাকা ক্যান্ট. গার্লস পাবলিক স্কুল ও কলেজের ক্রীড়া-উৎসব

দ্য রিপোর্ট প্রতিবেদক : উৎসবমুখর পরিবিশে ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার ঢাকা সেনানিবাসস্থ প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জাহানারা ইমাম হাউস চ্যাম্পিয়ন ও সুফিয়া কামাল ও তারামন বিবি হাউস যৌথভাবে রানার আপ হয়েছে।

বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেছেন প্রধান অতিথি সেনাবাহিনীর লজিস্টিক্স এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান খান। ২২০০ এর অধিক শিক্ষার্থী স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছে।

প্রতিযোগিরা ব্যাঙ দৌড়, ১০০ মিটার দৌড়, ৩ পায়ে দৌড়, ২০০ মিটার দৌড়, বস্তা দৌড়, হাঁড়িভাঙা দৌড়, ৪০০ মিটার রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজোসহ অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেছে। সবশেষে হৃদয়ে বাংলাদেশ শীর্ষক এক মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়েছে। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি ও সদর দপ্তর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী এ এস এম আরিফ, শিক্ষা পরিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত : বাংলাদেশ ইন্টান্যাশনাল স্কুল এন্ড কলেজের (বিআইএসসি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও একই দিন শনিবার ঢাকা সেনানিবাসস্থ ডিওএইচএস- এ প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স (এমজিও) মেজর জেনারেল আব্দুল মতিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর