thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

অনুশীলনে ব্যস্ত ২ দলই

২০১৪ জানুয়ারি ২৫ ২১:৪৩:১০
অনুশীলনে ব্যস্ত ২ দলই

দ্যা রিপোর্ট প্রতিবেদক : অ্যাঞ্জেলো ম্যাথিউসের নেতৃত্বে ২টি টেস্ট, ২টি টোয়েন্টি২০ এবং ৩টি ওয়ানডে খেলতে শুক্রবার ঢাকায় এসেছে শ্রীলঙ্কা। প্রথম দিন হোটেলে স্রেফ হেঁটে চলে সময় কাটালেও,শনিবার ব্যাট-বল নিয়ে অনুশীলন করেছে তারা। সকাল সকাল হোটেল থেকে কড়া নিরাপত্তায় মিরপুর স্টেডিয়ামে এসেছে ম্যাথিউস বাহিনী। মিরপুর সাহারা-বিসিবি একাডেমি মাঠে কিছু সময় ফুটবল নিয়ে মেতে ছিলেন তারা। গত বছর অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক সিরিজ খেলা দলটি, ৩ মাস পর আবারো সিরিজ খেলতে নামছে।

শ্রীলঙ্কার মতো শনিবার অনুশীলন করেছে মুশফিক বাহিনীও। সাকিব, তামিম, রাজ্জাক, নাসির, মুমিনুল, ইমরুল, রবিউলরা কোচ শেন জার্গেনসেনের তত্ত্বাবধানে ঘাম ঝরিয়েছেন। শনিবার সকালের সেশনটা শ্রীলঙ্কানদের দখলে থাকলেও দুপুরটা নিজেদের মতো করে অনুশীলন করেছে বাংলাদেশ। গত বছর অ্যাওয়ে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ। গল টেস্ট দিয়ে সেবার সিরিজ শুরু করেছিল তারা। প্রথম টেস্টেই চোখধাঁধানো পারফরম্যান্স ছিল তাদের। সেই সুখস্মৃতি এবার বাংলাদেশের সবচেয়ে বড় প্রেরণা। সিরিজ জয়ের প্রত্যয়ে এবার মাঠে নামার অঙ্গীকার তাদের।

একই লক্ষ্য শ্রীলঙ্কানদেরও। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ হারানো দলটি, বাংলাদেশের বিপক্ষে সতর্ক হয়েই মাঠে নামবে। আটগাট বেঁধে প্রস্তুত হয়ে সফরে এসেছে মাহেলা, সাঙ্গাকারা, ম্যাথিউসরা।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর