thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘বিদেশীদের কথায় নির্বাচনে না এসে পস্তাচ্ছেন খালেদা’

২০১৪ জানুয়ারি ২৫ ২১:৫৪:৩৪
‘বিদেশীদের কথায় নির্বাচনে না এসে পস্তাচ্ছেন খালেদা’

ফেনী সংবাদদাতা : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেত্রী দেশি বিদেশীদের কথা শুনে নির্বাচনে না এসে ভুল করেছেন। এখন তিনি পস্তাচ্ছেন।

শনিবার বিকেলে শহরের ট্রাংক রোডে ফেনী জেলা আওয়ামী লীগের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মন্ত্রীদের কাজ হচ্ছে মানুষকে খুশি করা, মানুষ কেনো মন্ত্রী, এমপিদের খুশি করবে। তারা আমাদেরকে ভোট দিয়ে খুশি করেছেন। এখন আমাদেরও দায়িত্ব উন্নয়ন কাজ করে তাদের খুশি করা। এ সময় দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে বক্তব্য দেন আলা উদ্দিন আহম্মেদ চৌধুরী নাছিম, ফেনী-১ আসনের সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শিরিন আক্তার, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সংসদ সদস্য (স্বতন্ত্র) হাজী রহিম উল্লাহ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরএইচ/এসবি/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর