thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

মুসলিম বিদ্রোহীদের সঙ্গে ফিলিপাইন সরকারের সমঝোতা

২০১৪ জানুয়ারি ২৫ ২২:২৮:৪০
মুসলিম বিদ্রোহীদের সঙ্গে ফিলিপাইন সরকারের সমঝোতা

দ্য রিপোর্ট ডেস্ক : ফিলিপাইনের সরকার জানিয়েছে, তারা দেশটির প্রধান মুসলিম বিদ্রোহী দলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। খবর আলজাজিরা ও বিবিসির।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বুধবার থেকে উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত আলোচনা শুরু হয়। সরকারের পক্ষ থেকে মধ্যস্ততাকারীরা বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করে।

এ চুক্তির ফলে দেশটিতে চার দশক ধরে সরকার ও বিদ্রোহীদের মধ্যে চলা যুদ্ধের সমাপ্তি ঘটতে যাচ্ছে। রক্তক্ষয়ী এ যুদ্ধে দেশটির দক্ষিণে দেড় লাখ মানুষ নিহত হয়েছে।

দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র এডউইন ল্যাসিয়ের্দা এএপি’কে জানান, শনিবার মধ্যস্ততাকারীরা ১১ হাজার শক্তিশালী মরো যোদ্ধার ইসলামিক লিবারেশন ফন্টের নেতাদের সঙ্গে আলোচনা করেছে। এ সময় তারা ক্রমান্বয়ে বিদ্রোহী বাহিনীকে অকার্যকর করাসহ একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে।

প্রেসিডেন্ট বেনিগো অ্যাকুইনো আশা করছেন ২০১৬ সালের মধ্যে তিনি বিদ্রোহীদের শান্তিপূর্ণভাবে প্রতিস্থাপন সম্পন্ন করতে পারবেন।

আরও তিনটি বিষয়ে সমঝোতাসহ এ চুক্তিটি উপত্যকা অঞ্চলে শান্তি আনবে বলে আশা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এসকে/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর