thereport24.com
ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১,  ৯ জমাদিউস সানি 1446

লাখো মানুষের ফজর আদায়, হেদায়েতি বয়ান চলছে

২০১৪ জানুয়ারি ২৬ ০৬:৩৮:০০ ২০১৪ জানুয়ারি ২৬ ১০:২৫:০০
লাখো মানুষের ফজর আদায়, হেদায়েতি বয়ান চলছে

কাওসার আজম ও মীর ফারুক, ইজতেমা ময়দান থেকে : দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিন রবিবার তুরাগ তীরে লাখো মানুষ একসঙ্গে ফজরের নামাজ আদায় করেছেন। ফজর নামাজ শেষে উসূলে বয়ান শুরু হয়। সকাল ১০টা পর্যন্ত এ বয়ান চলে। সকাল ১০টা থেকে শুরু হয় হেদায়েতি বয়ান। হেদায়েতি বয়ান শুরু করেন ভারত থেকে আসা মাওলানা সা-দ।

এর আগে ফজর নামাজ শেষে মাওলানা জমির উদ্দিন উসূলে বয়ান শুরু করেন। সকাল ১০টা পর্যন্ত এ বয়ান চলে।

১৬০ একর জুড়ে অবস্থিত এই ময়দান পেরিয়ে ফজরের নামাজের জামাত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কজুড়ে বিস্তৃত হয়।

ফজরের নামাজ শেষে একসঙ্গে লাখো মুসল্লি তিন মুসল্লির নামাজে জানাজায় অংশ নেন। তবে এই তিন মুসল্লির পরিচয় এখনও জানা যায়নি।

রবিবার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। আখেরি মোনাজাতে অংশ নিতে ইতোমধ্যে লাখো মুসল্লি জড়ো হয়েছেন টঙ্গীর তুরাগ তীরে। দেশের বিভিন্ন স্থান থেকে কেউ বাসে, কেউ ট্রেনে আবার কেউবা হেঁটেই শামিল হয়েছেন এখানে। ভিন দেশ থেকেও এসেছেন অনেকে। যারা আগে আসতে পারেননি আখেরি মোনাজাতে অংশ নিতে তারাও রওনা দিয়েছেন।

(দ্য রিপোর্ট/কেএ/এমএফ/এমএআর/এমডি/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর