thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

শততমদিনেও অপরাজিত মার্তিনো

২০১৩ নভেম্বর ০২ ১০:৪৭:১৭
শততমদিনেও অপরাজিত মার্তিনো

দিরিপোর্ট২৪ ডেস্ক : হাসি মুখেই বার্সেলোনার কোচ হিসেবে ১০০দিন পূর্ণ করেছেন গেরার্দো মার্তিনো। যদিও তার সাফল্যের দিনে কষ্টে জয় পেয়েছে বার্সা। অ্যালেক্সিস সানচেজের একমাত্র গোলে কাতালানরা জিতেছে এস্পানিওলের বিপক্ষে।

মার্তিনোর অধীনে লিগে টানা আট ম্যাচে জয় তুলে নিয়েছে বার্সা। ন্যু কাম্পে বার্সাকে যেভাবে চেপে ধরে ছিল এস্পানিওল তাতে মার্তিনোর দিনে দল হারলেও অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু ভাগ্য সহায় ছিল মার্তিনোর প্রতি। তাই হাসি মুখেই মাঠ ছেড়েছেন তিনি ও তার দল।

আক্রমণ-পাল্টা আক্রমণে হলেও প্রথমার্ধে গোল হয়নি। যতিও চেষ্টার কমতি রাখেননি মেসি, জাভি, পিকে ও নেইমাররা। বারবারই তাদের হতাশ করেছেন সফরকারী গোলরক্ষক কিকো কাসিয়া।

বিরতির পর এস্পানিওলের গোলমুখ খোলেন সানচেজ। ৬৮ মিনিটে সান্তোসের সাবেক তারকা নেইমারের ক্রস থেকে জালে জড়ান চিলির ফরোয়ার্ড সানচেজ। এর মাধ্যমে চলতি মৌসুমে সপ্তম গোল করলেন সানচেজ।

এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রইল বার্সা। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ৩৪। পরের অবস্থানে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ (৩০ পয়েন্ট)।

(দিরিপোর্ট২৪/সিজি/জেএম/নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর