thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

শীর্ষে রিয়াল মাদ্রিদ

২০১৪ জানুয়ারি ২৬ ১৪:০৩:১৬
শীর্ষে রিয়াল মাদ্রিদ

দ্য রিপোর্ট ডেস্ক : দুর্দান্ত গতিতে ছুটছে রিয়াল মাদ্রিদ। স্পেনের লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমার গোলে তারা ২-০ গোলে হারিয়েছে মার্সিয়াকে। এ জয়ে টানা ৭ ম্যাচে জয় পেয়েছে আননেলত্তির দল।

দারুণ খেললেও সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ। যদিও খেলার ৬ মিনিটে সুযোগ পেয়েছিলেন রোনালদো। তবে ২ ডিফেন্ডারকে কাটানোর পর পর্তুগিজ উইঙ্গার নিয়েছেন চওড়া শট।

বিরতির পর গোলের দেখা পেয়েছে স্বাগতিকরা। ৫৬ মিনিটে গোল করছেন রোনালদো। এ নিয়ে মৌসুমে স্প্যানিশ লিগে ২২ গোল করেছেন ফিফা ব্যালন ডি’ওরের পুরস্কার জেতা এই ফুটবলার। আর রিয়ালের হয়ে শেষ ১০ ম্যাচে করেছেন ১৪ গোল।

৭৪ মিনিটের ব্যবধান দ্বিগুণ করেছেন ফ্রান্স তারকা বেনজেমা। বাকি সময় বিচ্ছিন্ন দু’একটি আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও ব্যবধানে হেরফের হয়নি। এ জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল। তাদের সংগ্রহ ৫৩ পয়েন্ট। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।

(দ্য রিপোর্ট/সিজি/এএল/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর