thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

বিশ্ব ইজতেমায় প্রাইম ব্যাংকের চিকিৎসা সেবা

২০১৪ জানুয়ারি ২৬ ১৫:৩১:৩০
বিশ্ব ইজতেমায় প্রাইম ব্যাংকের চিকিৎসা সেবা

টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা স্থলে প্রাথমিক চিকিৎসা সেবা ক্যাম্প চালু করে প্রাইম ব্যাংক লিমিটেড।

২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া চিকিৎসা ক্যাম্পটি উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহসান খসরু। এ সময় ব্যাংকের হেড অব ইমার্জিং মার্কেট হাবিবুর রহমান ও হেড অব ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন তাহের জামিল উপস্থিত ছিলেন।

এ ক্যাম্প থেকে বিশ্ব ইজতেমা চলাকালীন ২৬ জানুয়ারি পর্যন্ত চিকিৎসকগণের উপস্থিতিতে অসুস্থ মুসল্লিদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়।

প্রাইম ব্যাংক ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান ইভিপি আবু জাফর মো. সাইখুল ইসলাম ও টঙ্গী শাখার প্রধান এসএভিপি মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে এই কার্যক্রম চলে বলে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনসংযোগ প্রধান ফেরদৌসী সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এসবি/সা/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর