thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

জাতীয় ঘুড়ি উৎসব কক্সবাজারে

২০১৪ জানুয়ারি ২৬ ১৬:৫২:৪৯
জাতীয় ঘুড়ি উৎসব কক্সবাজারে

দ্য রিপোর্ট প্রতিবেদক : ওয়ালটন প্রেজেন্টস জাতীয় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে। ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উৎসব।

জাতীয় ঘুড়ি উৎসব সামনে রেখে রবিবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষ উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মৃধা বেনু। তিনি জানিয়েছেন, ‘ঢাকা থেকেই প্রায় পৌনে দুইশ জন এ ঘুড়ি উৎসবে অংশ নেবেন। অংশগ্রণকারীদের যাতায়াত, আবাসন, আহারসহ সবকিছুই বহন করবে ফেডারেশন। এর বাজেট ধরা হয়েছে ২২ লাখ টাকার মতো। খরচা মেটাতে ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমরা পেয়েছি ৩ লাখ টাকা। ওয়ালটন দিচ্ছে ২ লাখ এবং প্রচারমূলক খরচের শর্ত সাপেক্ষে পর্যটন বোর্ড থেকে আমরা পাচ্ছি ৫ লাখ টাকা।’

এবারের ঘুড়ি উৎসবে থাকবে আধুনিক বিশাল পকেট কাইট, স্ট্যান্ট কাইট, ড্রাগন কাইট ও ট্রেন কাইট। এ ছাড়া থাকছে এরিয়াল ফটোগ্রাফি প্রশিক্ষণ, সন্ধ্যার আকাশে আলোক ঘুড়ি উড্ডয়ন, ফানুস, লায়ন ড্যান্স এবং রোমাঞ্চকর জর্বিং বলসহ সমুদ্রের ঢেউয়ের চূড়ায় বাজিকর ক্রীড়া।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/সা/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর