thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

বাংলাদেশকে হারানো কঠিন হবে : ম্যাথুস

২০১৪ জানুয়ারি ২৬ ১৭:১৫:৪৮
বাংলাদেশকে হারানো কঠিন হবে : ম্যাথুস

দ্য রিপোর্ট প্রতিবেদক : সিরিজের প্রথম টেস্টে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ময়দানী যুদ্ধে নামার আগে ভালো পারফর্ম করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সফরকারী নেতা। রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াসে অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথুস।

ম্যাথুস বলেছেন, ‘বাংলাদেশকে হারানো কঠিন হবে। বাংলাদেশ আগের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলছে। গত টেস্টে তারা ভালো করেছে। বিশেষ করে হোমে তারা ভালো ক্রিকেট খেলে। দলটির সবাই ফর্মে রয়েছে। তাই বাংলাদেশের বিপক্ষে ভালো করতে চাই আমরা।’

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার রেকর্ড ভালো। সে দিক থেকে এগিয়ে থাকবে শ্রীলঙ্কা। প্রথম টেস্টে কী প্রত্যাশা করছেন এমন প্রশ্নের জবাবে ম্যাথুস বলেছেন, ‘শুরুটা অবশ্যই ভালো করতে চাই। শুরুটা ভালো হলে সিরিজ ভালোভাবে শেষ করা যাবে।’

বাংলাদেশের কোন দিকটা শক্তিশালী মনে হয়েছে আপনার কাছে, এমন প্রশ্নের উত্তরে সফরকারী দলের অধিনায়ক, ‘বাংলাদেশ অনেক ভালো দল। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব দিকে তারা অনেক উন্নতি করেছে।’

বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে ম্যাথুস বলেছেন, ‘উপমহাদেশের কন্ডিশন প্রায় একই রকম। সব মিলিয়ে এ কন্ডিশন সম্পর্কে ধারণা আছে। আমাদের অনেক খেলোয়াড় এখানে খেলেছে। আমাদের ফাস্ট বোলার অনেক পরিশ্রম করছে। সেই সঙ্গে স্পিনাররাও ফর্মে আছে। ব্যাটিং উইকেট হলে ভালো। আরও ভালো হয় যদি স্পোর্টিং উইকেট হয়।’

দীর্ঘ সফর খেলোয়াড়দের জন্যে বেশি প্রেসার কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘একটু টাইট সিডিউল তো বটে। আমি মনে করি সবাই ম্যানেজ করে নিতে পারবে। এ সিরিজের পর এশিয়া কাপ ও টোয়েন্টি২০ বিশ্বকাপের মতো বড় সিরিজ রয়েছে। আমার মনে হয় না খুব বেশি প্রভাব পড়বে।’

(দ্য রিপোর্ট/এএস/সিজি/সা/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর