thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ক্রিকেট নিয়ে নতুন প্রস্তাবের নিন্দা নাগরিক ঐক্যের

২০১৪ জানুয়ারি ২৬ ১৭:৩৩:৪২
ক্রিকেট নিয়ে নতুন প্রস্তাবের নিন্দা নাগরিক ঐক্যের

দ্য রিপোর্ট প্রতিবেদক : টেস্ট ক্রিকেট নিয়ে সম্প্রতি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিতে ‘পজিশন পেপার’ নামে যে প্রস্তাব উত্থাপন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নাগরিক ঐক্য।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রবিবার দুপুরে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ নিন্দা ও প্রতিবাদ জানান।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বিগত চার দশকে জাতি হিসেবে আমাদের দৃশ্যমান সাফল্যটি হচ্ছে ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ক্রিকেটের সাফল্য।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, তিন দেশের বিতর্কিত ও অগণতান্ত্রিক চিন্তা-ভাবনা সমগ্র ক্রীড়াঙ্গনকে কলুষিত করবে। পাশাপাশি বিশ্ব ভ্রাতৃত্ববোধের মূল্যবোধে চরমভাবে আঘাত হানবে।’

এ প্রস্তাবের বিরোধিতা করে তিনি বলেন, ‘আমরা আইসিসিতে উত্থাপিত প্রস্তাবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

এ সময় তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের কাছে উত্থাপিত প্রস্তাবনা পাস রোধকল্পে জাতীয় ও আন্তর্জাতিক মহলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানান।

বিবৃতিতে মান্না ক্রীড়াপ্রেমী সব মানুষকে এ প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করার আহ্বান জানান।

(দ্য রিপোর্ট/সাআ/এআইএম/এনডিএস/সা/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর