thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

প্রথমবারই স্বপ্ন পূরণ ভাভরিঙ্কার

২০১৪ জানুয়ারি ২৬ ১৮:৩৯:০৪
প্রথমবারই স্বপ্ন পূরণ ভাভরিঙ্কার

দ্য রিপোর্ট ডেস্ক : অনেক হিসেবে-নিকেশ করে হয়ত অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ রাফায়েল নাদালের বিপক্ষে মাঠে নেমেছিলেন স্তানিস্লাস ভাভরিঙ্কা। স্বপ্ন এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে তা ভাবতে পারেননি। ফাইনাল শেষে অভিজ্ঞ নাদাল নন; হেসেছেন ভাভরিঙ্কা।

এর আগে গ্ল্যান্ডস্ল্যামের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল খেললেও এবারই প্রথম উঠেছেন কোনো প্রতিযোগিতার ফাইনালে। প্রথমবারই বাজিমাত করেছেন এই সুইস তারকা। জিতেছেন ক্যারিয়ারের প্রথম গ্ল্যান্ডস্ল্যাম।

যেন তেন কাউকে হারিয়ে চ্যাম্পিয়ন হননি ভাভরিঙ্কা। টেনিস বিশ্বের বর্তমান এক নাম্বার তারকাকে হারিয়ে সোনালি ট্রফি নিজের করে নিয়েছেন তিনি। কোর্টের লড়াইয়েভাভরিঙ্কা ৬-৩, ৬-২, ৩-৬ ও ৬-৩ গেমে হারিয়েছেন নাদালকে।

প্রতিযোগিতার অষ্টম বাছাইভাভরিঙ্কা এই ট্রফি জয়ের মধ্যদিয়ে র‌্যাঙ্কিংয়ের ৩ নাম্বারে উঠেছেন। সবমিলে ক্যারিয়ারে ৬টি একক শিরোপা জিতেছেন ২৮ বছর বয়সী এই তারকা।

(দ্য রিপোর্ট/সিজি/সা/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর