thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

নূরজাহান বেগমের ওপর হামলার বিচার দাবি

২০১৪ জানুয়ারি ২৬ ১৯:১০:৫৪
নূরজাহান বেগমের ওপর হামলার বিচার দাবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : দলীয় নেত্রী নূরজাহান বেগমের ওপর হামলার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে রবিবার দুপুরে এক মানববন্ধনে মহিলা আওয়ামী লীগের নেত্রীরা এ দাবি জানান।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আশরাফুন্নেসা মোশাররফ বলেন, ‘আমাদের মহিলা লীগের নেত্রীর ওপর পরিকল্পিতভাবে বিএনপি-জামায়াতের কর্মীরা হামলা চালিয়েছে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই।’

বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বেগম জিয়া একজন মহিলা হয়েও এ ঘটনার প্রতিবাদ করেননি। তিনিও এ ঘটনার সঙ্গে জড়িত। এ ঘটনার জন্য বেগম জিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করা হবে।’

মানববন্ধনে বিএনপি-জামায়াতসহ নূরজাহান বেগমের ওপর হামলায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানান তার ছেলে মো. টমাস হোসেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য শাহিদা তারিন দিপ্তি, পুনম শিরিন, শিখা চক্রবর্তী, মাহমুদা বেগম, আনারকলি পুতুল, ইয়াসমিন হোসেন, অঞ্জলী সরকার প্রমুখ।

উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় বুধবার বাস থেকে নামিয়ে নূরজাহান বেগমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তার হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়। তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

(দ্য রিপোর্ট/এসআর/এআইএম/এনডিএস/সা/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর