thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

মোহামেডান-রাসেলের জরিমানা

২০১৪ জানুয়ারি ২৬ ১৯:১৯:৪৭
মোহামেডান-রাসেলের জরিমানা

দ্য রিপোর্ট প্রতিবেদক : জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ স্থানীয় ২ দল মোহামেডান ও শেখ রাসেলকে। বাফুফে ডিসিপ্লিনারি কমিটি মোহামেডানকে ২০ হাজার টাকা ও শেখ রাসেলকে ১০ হাজার জরিমানা করেছে।

২২ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ জামাল ও মোহামেডানের ম্যাচ শেষে রেফারিরা ড্রেসিং রুমে যাওয়ার পথে সাদা-কালো শিবিরের কিছু সমর্থক অবৈধভাবে গ্যালারির বেষ্টনী অতিক্রম করে মাঠে প্রবেশ করেছিলেন। তাদের বিপক্ষে অভিযোগ ছিল রেফারিদের শারীরিকভাবে আঘাত ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন তারা। এ জন্য মোহামেডানকে আর্থিক জরিমানা করা হয়েছে।

অন্যদিকে ২১ জানুয়ারি মুক্তিযোদ্ধার ও শেখ রাসেলের ম্যাচ শেষে শেখ রাসেলের ম্যানেজার হাবিবুর রহমান মান্নু মাঠে প্রবেশ করে বিধি বহির্ভূত আচরণ ও বাজে মন্তব্য করায় ক্লাবটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ হতে বিরত থাকার জন্য বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/সা/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর