thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

বিগ থ্রি’র প্রস্তাবের প্রতিবাদে জাবিতে মানববন্ধন

২০১৪ জানুয়ারি ২৬ ১৯:২৭:৪৬
বিগ থ্রি’র প্রস্তাবের প্রতিবাদে জাবিতে মানববন্ধন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘বিগ থ্রি’র অন্যায্য প্রস্তাব ও এই প্রস্তাবের সঙ্গে বিসিবির কর্মকর্তাদের সমর্থনের প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে রবিবার বিকেল ৪টায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় তাদের হাতে ‘এক দাবি এক দেশ, টেস্ট খেলবে বাংলাদেশ’ ‘এত কস্টের অর্জন বৃথা যেতে দিব না’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্লাকার্ড শোভা পায়। মানববন্ধনে শিক্ষার্থীরা বিসিবির সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী ৪২তম আবর্তনের শিক্ষার্থী আবু তাহের বলেন, একমাত্র ক্রিকেটই আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। ক্রিকেট আমাদের রক্তে মিশে গেছে। এটা নিয়ে কোনো রাজনীতি করা চলবে না। বিসিবিকে অবশ্যই এই অন্যায্য প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিতে হবে।

প্রসঙ্গত, বাংলাদেশসহ আইসিসি র‌্যাঙ্কিং-এ প্রথম আট এর বাইরে অবস্থানকারী দেশগুলোর টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়ার প্রস্তাব করেছে ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া।

(দ্য রিপোর্ট/এএস/এফএস/এসবি/সা/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর