thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

বিতর্ক সরিয়ে মাঠে নামছেন মুশফিকরা

২০১৪ জানুয়ারি ২৭ ০১:১৯:৫৮
বিতর্ক সরিয়ে মাঠে নামছেন মুশফিকরা

আরিফ সোহেল, দ্য রিপোর্ট : জল্পনা-কল্পনা নয়, বাস্তবতার কথাই বলছি! ‘জয়-পরাজয় বড় কথা নয়, আমাদের টার্গেট ভালো খেলা’- এমন কথা দু-এক বছর আগেও বাংলাদেশের ক্রিকেটারদের মুখে শোনা যেত এবং তা কখনোই আকস্মিক মনে করার সুযোগ ছিল না। কিন্তু এখন তা অনেকটাই পুরনো, অতীত হয়ে গেছে হারের নামতা পড়া। জয় ছুঁয়ে দেখার অবিচল লক্ষ্য নিয়েই সোমবার সিরিজ শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল।

ক্রিকেটের নতুন প্রস্তাবনা নিয়ে যখন গোটা বিশ্বে তোলপাড়, বাদ-প্রতিবাদ, চলছে মিছিল-সমাবেশ, ঠিক সেই সময়েই বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট শুরু হচ্ছে। সোমবার সকাল সাড়ে ৯টায়, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা।

অনুশীলন, টার্গেট সব কিছুই ছাপিয়ে গেছে অযাচিত বিতর্কিত ক্রিকেটীয় ঘটনাপ্রবাহে- বিশ্ব ক্রিকেটের তিন মোড়লের কথা। ফলে সোমবার শুরু হওয়া ম্যাচের বাইরেই বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের ভাষ্য বারবার আর্বতিত হয়েছে। অধিনায়ক মুশফিক বলতে বাধ্য হয়েছেন, ‘যদি দুই স্তর পদ্ধতি প্রবর্তন হয়, তাহলে এত কষ্টের অর্থ কী? ক্রিকেট খেলার জন্য আমরা কঠোর পরিশ্রম করি। তাই এটা হলে আমাদের জন্য ভীষণ হতাশাজনক হবে। এটা অনেক বড় ইস্যু। তবে এতে আমাদের হাতে নেই। যে সিদ্ধান্তই হোক, আমাদের খেলতেই হবে।’ ঠিক তেমন আলোচনা শ্রীলঙ্কা শিবিরেও। তারাও বিরক্ত। ঘুরে-ফিরে একই আলোচনা ঘুরপাক খাচ্ছে।

দুই দলই অভিন্ন সুরে কথা বলছে। চলছে দেশে দেশে তিন ক্রিকেটশক্তির অন্যায় প্রস্তাবের বিরোধিতা। সেখানে নিজেদের প্রমাণ করার চাপও রয়েছে দুই দলেরই। ওই চাপের কথা স্বীকার করেই মুশফিক বলেছেন, ‘খেলোয়াড়েরা সামর্থ্যমতো খেলতে পারলে যেকোনো কিছুই সম্ভব।’

পুরোপুরি প্রস্তুতি নিয়েই মুশফিকবাহিনী মাঠে নামছে। স্পিনেই ভরসা খুঁজছেন মুশফিব। বলেছেন, ‘আমাদের ব্যাটসম্যানরা ফর্মে রয়েছেন। আর আমাদের স্পিনাররা বিশ্বমানের। আমাদের পেসারদেরও সামর্থ্য আছে। এই সিরিজে আমরা প্রথমত তাকিয়ে থাকছি পেস বোলারদের দিকে।’ প্রতিপক্ষকে সমীহ করেই তিনি যোগ করেছেন, ‘শ্রীলঙ্কা দলে বেশ কজন ভালো খেলোয়াড় রয়েছে। সে ক্ষেত্রে আমাদেরও আলাদা পরিকল্পনা রয়েছে, তাদের নিয়ে।’

ক্রিকেট বিশ্বের চরম বিতর্ক এড়িয়ে বরং জয়ের ক্ষুধা নিয়েই সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ-শ্রীলঙ্কা এ যাবৎ ১৩টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১২টিতেই জয় পেয়েছে শ্রীলঙ্কা। একক আধিপত্য শ্রীলঙ্কা ধরে রাখলেও গত সিরিজে বাংলাদেশ ‘ড্র’ করেছিল যা দলের জন্য বাড়তি অনুপ্রেরণা হয়ে থাকছে।

(দ্য রিপোর্ট/এএস/জেএম/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর