thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১,  ৮ জমাদিউস সানি 1446

গাজীপুরে দুই বাস মুখোমুখি, আহত ৫০

২০১৪ জানুয়ারি ২৭ ০৩:৩৯:৫৬
গাজীপুরে দুই বাস মুখোমুখি, আহত ৫০

গাজীপুর সংবাদদাতা : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় ইজতেমার মুসল্লিবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। রবিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইজতেমার মুসল্লিবাহী ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৫০ জন যাত্রী আহত হন। ঘটনার পর গুরুতর আহত ৬ জনকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাজেদুল ইসলাম জানান, অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

ঘটনাস্থলে কর্তব্যরত নাওজোর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট ইকবাল হোসেন বলেছেন, আহতদের মধ্যে বাসচালকের পা ভেঙ্গে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

(দ্য রিপোর্ট/এমএমএফ/জেএম/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর