thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দেশে ফিরে গেলেন প্রসন্ন জয়াবর্ধনে

২০১৪ জানুয়ারি ২৭ ১৪:০৭:৩২
দেশে ফিরে গেলেন প্রসন্ন জয়াবর্ধনে

দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৫ সদস্যের শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে গত শুক্রবার ঢাকায় এসেছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান প্রসন্ন জয়াবর্ধনে। দলের সঙ্গে ২দিন অনুশীলনও করেছেন। কিন্তু হঠাৎ তার বাবা অসুস্থ হওয়ায় সোমবার সকালে দেশে ফিরে গেছেন এই ক্রিকেটার।

তবে দেশে ফিরে জীবিত বাবাকে দেখা হয়নি তার। যাওয়ার আগেই শুনতে হয়েছে বাবার মৃত্যুর খবর। লঙ্কান জাতীয় দলের এ ক্রিকেটারের বাবার মৃত্যুতে হাতে কালো ব্যাজ পড়ে মাঠে খেলছে শ্রীলঙ্কা দল।

তার অনুপস্থিতিতে শ্রীলঙ্কার হয়ে উইকেটের পিছনে দাঁড়িয়েছেন দিনেশ চান্দিমাল। আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা। ৩ ম্যাচের টেস্ট সিরিজে প্রসন্ন জয়াবর্ধনে ব্যাট হাতে করেছেন ১৬১ রান।

(দ্য রিপোর্ট/সিজি/এএস/সা/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর