thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ইউক্রেনে জরুরি অবস্থা জারির হুঁশিয়ারি

২০১৪ জানুয়ারি ২৭ ১৯:১০:০৬
ইউক্রেনে জরুরি অবস্থা জারির হুঁশিয়ারি

দ্য রিপোর্ট ডেস্ক : চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণে সারাদেশে জরুরি অবস্থা জারি করা হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইউক্রেনের বিচার বিভাগীয়মন্ত্রী। খবর আলজাজিরার।

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা দেশটির বিচার বিভাগীয় মন্ত্রণালয় ঘেরাও করলে সোমবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী ওলেনা লুকাশ।

স্পিলনা স্পারভা (দ্য রাইট ডিড) নামে একটি সংগঠনের কর্মীরা রাজধানী কিয়েভে মন্ত্রণালয় ভবন ঘেরাও করে। এ সময় তারা ভবনটির বেশ কিছু জানালা ভাংচুর ও ব্যারিকেড ভাঙার চেষ্টা চালায়।

এ ঘটনার পর বিচার বিভাগীয়মন্ত্রী লুকাশ বলেছেন, বিক্ষোভকারীরা যদি ভবনটি ছেড়ে না যায় তাহলে তাদের সঙ্গে সকল আলোচনা বন্ধ করে দেওয়া হবে। প্রসঙ্গত, লুকাশ বিক্ষোভকারীদের সঙ্গে প্রেসিডেন্টের পক্ষের আলোচনার অন্যতম আলোচক।

ইউক্রেনের একটি চ্যানেলকে লুকাশ বলেন, ‘বিক্ষোভকারীরা যদি দ্রুত ভবনটি ছেড়ে না যায় তাহলে আলোচনাকারীরা তাদের শান্তিপূর্ণ সমাধানে আসার সুযোগ দেবে না।’

তিনি আরও জানান, বিক্ষোভকারীরা ভবনটি ছেড়ে না গেলে তিনি দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদে জরুরি অবস্থা জারির প্রস্তাব আনবেন।

তবে কবে নাগাদ এ পদক্ষেপ নেওয়া হবে তা নির্দিষ্ট করে বলেননি তিনি।

(দ্য রিপোর্ট/এআইএম/এসকে/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর