thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৭৪

২০১৪ জানুয়ারি ২৮ ০২:১৯:০৬
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৭৪

দ্য রিপোর্ট ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের দুটি গ্রামে সন্দেহভাজন ইসলামী সশস্ত্র যোদ্ধাদের হামলায় কমপক্ষে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এ হামলার জন্য বোকো হারামকে দায়ী করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সশস্ত্র মিলিশিয়ারা বর্ন প্রদেশের কাওরি গ্রামে একটি বাজারে রবিবার আক্রমণ চালায়। এ সময় বিস্ফোরক দিয়ে প্রায় ৩ শতাধিক ঘরবাড়ি উড়িয়ে দেয় তারা। এ হামলায় ৫২ জনের মৃত্যু হয়।

অ্যাডামওয়া প্রদেশে চাকাওয়া গ্রামে একটি গির্জায় অপর এক হামলায় আরও ২২ জন নিহত হন।

প্রাথমিকভাবে এ হামলার জন্য সশস্ত্র সংগঠন বোকো হারামকে দায়ী করা হয়েছে।

বোকো হারাম নামের সশস্ত্র ইসলামপন্থী সংগঠনটি নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বেশ সক্রিয়।

(দ্য রিপোর্ট/এমডি/শাহ/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর