thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

পাচারকালে থাইল্যান্ডে কয়েকশ’ রোহিঙ্গা শরণার্থী উদ্ধার

২০১৪ জানুয়ারি ২৮ ০৬:১১:৪৯
পাচারকালে থাইল্যান্ডে কয়েকশ’ রোহিঙ্গা শরণার্থী উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডের পুলিশ কয়েকশ’ রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করেছে। তাদের পাচার করার জন্য থাইল্যান্ডের একটি প্রত্যন্ত এলাকায় রাখা হয়েছিল। খবর রয়টার্সের।

থাইল্যান্ডের পুলিশ রবিবার সে দেশের দক্ষিণ প্রদেশের সাদাও শহরের কাছে একটি ক্যাম্পে অভিযান চালায়। এ সময় সেখান থেকে পাচারের উদ্দেশে নিয়ে আসা নারী, শিশুসহ ৫৩১ জনকে উদ্ধার করে তারা। থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের এই অঞ্চলটি মানব পাচারের একটি প্রতিষ্ঠিত রুট। ২০১৩ সালের জানুয়ারি মাসে মিয়ানমারের জাতিগত ও সাম্প্রদায়িক সংঘাতের পর থেকে বহুসংখ্যক রোহিঙ্গা শরণার্থী এই রুটে পাচার হয়েছে বলে অভিযোগ করে আসছে বিভিন্ন গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা।

পুলিশ জানিয়েছে, গণমাধ্যম রয়টার্সে গত ৫ ডিসেম্বর এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর থেকে তারা ওই এলাকা নজরদারির মধ্যে রেখেছিল। ওই প্রতিবেদনে বলা হয়েছিল মালয়েশিয়া সীমান্তের কাছে প্রত্যন্ত ক্যাম্পে রোহিঙ্গাদের আটকে রাখা হয়। স্বজনরা মুক্তিপণ না দেওয়া পর্যন্ত তাদের সেখানে আটকে রাখা হয়। অনেককে পেটানো হয় ও মেরে ফেলা হয়।

মিয়ানমারে বৌদ্ধ ধর্ম অনুসারী রাখাইন জাতিগোষ্ঠীর সঙ্গে মুসলিম ধর্মাবলম্বী রোহিঙ্গাদের গত বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর এক অর্থে রোহিঙ্গারা দেশহীন হয়ে পড়েছে। এ সংঘাতে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে যাদের বেশিরভাগই রোহিঙ্গা।

এ ঘটনার পর প্রায় ১০ হাজারের বেশি রোহিঙ্গা নৌপথে মিয়ানমার থেকে দক্ষিণ-পশ্চিম থাইল্যান্ডে পাড়ি দেয়।

(দ্য রিপোর্ট/এমডি/শাহ/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর