thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

শেরেবাংলা নগরে যুবককে গুলি করে হত্যা

২০১৪ জানুয়ারি ২৮ ১২:০২:৫০
শেরেবাংলা নগরে যুবককে গুলি করে হত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শেরেবাংলা নগরে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শেরেবাংলা নগরে হৃদরোগ ইনস্টিটিউটের পরিত্যক্ত ডাক্তার কোয়ার্টারের ভেতর এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় শেরেবাংলা নগর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মৃত ব্যক্তির নাম মো. সাজ্জাদ হোসেন স্বপন (২৫)। তার বাবার নাম সুলতান মিয়া ও মায়ের নাম হেলেনা বেগম। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার আলগিরচর গ্রামে।

স্বপনের ছোট ভাই মো. সজীব জানায়, আমার বাবা সুলতান মিয়া অসুস্থ অবস্থায় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি আছেন। আমার মা বাবার কাছেই আছেন। আমিও হাসাপাতালে ছিলাম। সকালে শুনি আমার ভাইকে কে বা কারা গুলি করে হত্যা করেছে।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক মো. শামছুর রহমান বলেন, ‘তার মাথার বাম পাশে গুলি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।’

(দ্য রিপোর্ট/এসআর/এমসি/শাহ/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর