thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

শিরীন শারমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

২০১৪ জানুয়ারি ২৮ ১২:১৯:৪৮ ২০১৪ জানুয়ারি ২৮ ১২:৫০:০০
শিরীন শারমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

রংপুর সংবাদদাতা : রংপুর-৬ আসনের উপনির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফরিদ আহমদ।

এ আসনটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১ লাখ ১৭ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। পরে এ আসনটি ছেড়ে দিলে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এ আসনে তার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, শিরীন শারমিনের সংসদ সদস্য পদের জন্য আজই গেজেট প্রকাশ করা হবে।

(দ্য রিপোর্ট/আরআই/এফএস/এএস/শাহ/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর