thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ফটিকছড়িতে শতাধিক দোকান ভস্মীভূত

২০১৪ জানুয়ারি ২৮ ১৪:০৭:৪৯
ফটিকছড়িতে শতাধিক দোকান ভস্মীভূত

চট্টগ্রাম অফিস : ফটিকছড়ি পৌর সদরের বিবিরহাট বাজারে মঙ্গলবার সকালে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠানের। আগুনে শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আহত হয়েছেন অন্তত অর্ধশত লোক। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) এটিএম আজহারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ তদারকি করেন।

স্থানীয় প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস এবং প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৭টায় উপজেলার বিবিরহাট বাজারের মাঝখানে অবস্থিত মনিহারি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ধরা আগুন বাজারের সর্বত্র ছড়িয়ে পড়ে। স্থানীয় ফায়ার সার্ভিস আগুন নেভাতে ব্যর্থ হলে হাটহাজারী, রামগড় থেকে ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দীর্ঘ সাড়ে চার ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া স্থানীয় হাজার হাজার লোক আগুন নেভাতে সহযোগিতা করেন।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে কাপড়ের দোকান, মনিহারি, গুদাম, মুদি দোকান, চায়ের দোকানসহ শতাধিক দোকান আগুনে ভস্মীভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে প্রশাসন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।

এ সময় আগুন আতঙ্কে আরও কয়েকশ’ দোকানের ব্যবসায়ী তাদের জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেন। আগুনের সময় নিঃস্ব হওয়া ব্যবসায়ীদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য এরই মধ্যে তদন্তকাজ শুরু হয়েছে। বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসক আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।

(দ্য রিপোর্ট/এমকে/এএস/শাহ/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর