thereport24.com
ঢাকা, শনিবার, ১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৪ জিলকদ  ১৪৪৫

নোয়াখালীতে ডাকাতি, আহত ৫

২০১৪ জানুয়ারি ২৮ ১৪:২৫:৪৩
নোয়াখালীতে ডাকাতি, আহত ৫

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলার মুন্সিবাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিকালে ডাকাতরা মহিলাসহ পাঁচজনকে কুপিয়ে জখম করে। সোমবার রাত ২টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের মুন্সিবাড়ীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মমতাজ বেগম (২৬), রহিমা আক্তার (১৮), হেদায়েত উল্লাহ (৩০), ইউছুফসহ (২৫) পাঁচজন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

ধানসিঁড়ি ইউপি চেয়ারম্যান নূরুল আলম ভূঁইয়া দ্য রিপোর্টকে জানান, রাত ২টার দিকে ১৫-২০ জনের একদল ডাকাত মুন্সিবাড়ীতে প্রবেশ করে। এ সময় ডাকাতদল ওই বাড়ির হেদায়েত উল্লাহর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে চার ভরি স্বর্ণ, ২০ হাজার টাকা, মোবাইলসহ অন্তত তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে ডাকাতরা মহিলাসহ পাঁচজনকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করে।

এলাকাবাসীর সহযোগিতায় রাতেই আহতদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চেয়ারম্যান জানান।

(দ্য রিপোর্ট/ওইউ/ইইউ/সা/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর