thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বাড্ডায় গৃহকর্মী নির্যাতন, একই পরিবারের তিনজন আটক

২০১৪ জানুয়ারি ২৯ ০৯:৩৩:০৫
বাড্ডায় গৃহকর্মী নির্যাতন, একই পরিবারের তিনজন আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় মঙ্গলবার রাতে একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ। আটকেরা হলেন গৃহকর্তা তোফাজ্জল হোসেন, তার স্ত্রী আয়েশা আক্তার, মেয়ে মুক্তা আক্তার। ওই বাসায় আটকে রেখে গৃহকর্মী হালিমাকে ( ১১) নির্যাতন করা হচ্ছে প্রতিবেশিদের কাছ থেকে এমন সংবাদ পেয়ে বাড্ডা থানা পুলিশ একই পরিবারের তিনজনকে আটক করে।

ঘটনা সম্পর্কে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল জানান, তারা খবর পান বাড্ডা এলাকায় একটি বাসায় গৃহকর্মীকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাসা থেকে আহত অবস্থায় হালিমা নামের গৃহকর্মীকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গৃহকর্তা তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী ও মেয়েকে আটক করা হয়।

ওসি আরো জানান, হালিমাকে উদ্ধারের পরে তার শরীরে অনেক আঘাতের চিহ্ন দেখা গেছে। ওই বাসার লোকজন বিভিন্ন সময় তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতো বলে জানিয়েছে হালিমা।

গৃহকর্মী হালিমাকে বাড্ডা থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হবে বলে তিনি জানান।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনইউডি/ এমডি/ জানুযারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর