thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রাজধানীতে এক কলেজছাত্রীর আত্মহত্যা

২০১৪ জানুয়ারি ২৯ ১০:০২:১১
রাজধানীতে এক কলেজছাত্রীর আত্মহত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে এক কলেজছাত্রী (১৯) আত্মহত্যা করেছে। লামিয়া নূর নামে ওই ছাত্রী সিটি কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ত।

পরিবারের লোকজন মঙ্গলবার রাত ১১টায় তাকে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে গ্রীণ লাইফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কলাবাগান থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

কলাবাগান থানার উপপরিদর্শক আজগর আলী জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহতের কক্ষ থেকে একটি চিরকূট পাওয়া গেছে। প্রেম বিষয়ক কারণে আত্মহত্যার উল্লেখ আছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/ এসআর/ আরজে/ এমডি/এএল/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর