thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একব্যক্তির মৃতদেহ উদ্ধার

২০১৪ জানুয়ারি ২৯ ১২:১৭:৫৩
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একব্যক্তির মৃতদেহ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের সামনে থেকে অজ্ঞাতনামা (৩৫)এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহবাগ থানা পুলিশ বুধবার সকালে ওই মৃতদেহটি উদ্ধার করে।

শাহবাগ থানার উপপরিদর্শক মো. রাকিব জানান, বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের সামনের ফুটপাত থেকে কালো সোয়েটার পড়া এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার গায়ে কম্বল পেচানো ছিল। তবে লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।

উপপরিদর্শক আরো জানান, ওই ব্যক্তি মাদকসেবী হয়ে থাকতে পারেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম(ওসি) দ্য রিপোর্টকে জানান, লাশের ব্যাপারে হল প্রভোস্ট আমাদের খবরটি জানান। আমরা সেখানে গিয়ে লাশটি উদ্ধার করি। অজ্ঞাত পরিচয় হওয়ায় এ বিষয়ে কোনো মামলা করা হয় নাই।

শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আজিজুর রহমান দ্য রিপোর্টকে বলেন, লাশটি আমাদের হলের কেউ না, ভবঘুরে কেউ হবে। এ বিষয়ে আমি বিস্তারিত কিছু জানি না।

(দ্য রিপোর্ট/এসআর-জেএইচ/ইইউ/ এমডি/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর