thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

রাজশাহীতে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা

২০১৪ জানুয়ারি ২৯ ১৪:২৩:৫৭
রাজশাহীতে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা

রাজশাহী সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে বিএনপির কালো পতাকা মিছিল হয়েছে। এ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মিছিলটি নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে যাবার পথে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাধা দেওয়া হয়।

মহানগরীর ভুবনমোহন পার্ক থেকে মিছিলটি বের হয়। মিছিলের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। পুলিশের বাধার প্রতিবাদে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগরীর সাংগঠনিক ৩৫টি ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। একই সঙ্গে মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশ বাধা দেয়। তিনি বলেন, ‘বিএনপির এ কর্মসূচির অনুমতি নেওয়ার বিষয়টি আমার জানা নেই। এ সংক্রান্ত চিঠিও আমার কাছে আসেনি। এ নিয়ে তারা আবেদন করেছে কি না সেটিও আমার জানা নেই।’

এর আগে মহানগরীর ভুবনমোহন পার্কে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বুলবুল বলেন, জনগণের ভোটের অধিকার নিয়ে হাসিনা সরকার ছিনিমিনি খেলছে। বিরোধী দলের আন্দোলন দমনের নামে দেশজুড়ে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। প্রায় প্রতিদিনই তাদের হাতে নিরীহ মানুষ খুন হচ্ছে। গুম হচ্ছে। নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। গুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর।

জুলুম নির্যাতনের মধ্য দিয়ে এ আন্দোলন থামানো যাবে না। কঠোর আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারের পতন ঘটানো হবে বলেও ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, জিয়া পরিবার নয় বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ব্যাপক দুর্নীতি করেছেন। প্রধানমন্ত্রীর ছেলে-মেয়ে, বোনসহ নিকটাত্মীয়রা বিদেশের ব্যাংকে কোটি টাকা মজুদ করেছে। দলের নেতাকর্মী, সাংসদ-মন্ত্রীদের অধিকাংশই আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। শেয়ারবাজার, ডেসটিনি, হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ, পদ্মাসেতু, কুইক রেন্টাল বিদ্যুৎসহ বিভিন্ন খাতের অর্থ লোপাট হয়েছে। দেশের জণগণের কাছে তাদের এ লুটপাটের জবাব দিতে হবে।

মহানগর বিএনপির সহসভাপতি ও বোয়ালিয়া থানার সভাপতি সাইদুর রহমান পিন্টুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য শহিদুননাহার কাজি হেনা, মহানগর বিএনপির সহসভাপতি ও রাজপাড়া থানা সভাপতি শওকত আলী, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, মহানগর মহিলা দলের আহ্বায়ক নাজমা বেগম, যুগ্ম আহ্বায়ক রওশন আরা পপি প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/ইইউ/এমডি/আরকে/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজশাহী এর সর্বশেষ খবর

রাজশাহী - এর সব খবর