thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চবির ডি ইউনিটের সাক্ষাৎকার শনিবার

২০১৫ ডিসেম্বর ২৯ ২৩:১৪:৩৬
চবির ডি ইউনিটের সাক্ষাৎকার শনিবার

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসএস (সম্মান) ‘ডি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) দ্বিতীয় অপেক্ষমাণ প্রার্থীদের সাক্ষাৎকার শনিবার।

চবির সমাজবিজ্ঞান অনুষদের কার্যালয়ে শনিবার সকাল ৯টায় এ সক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ‘ডি’ ইউনিট ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডি’ ইউনিটের দ্বিতীয় অপেক্ষমাণ তালিকায় মানবিক গ্রুপের ৬৪.২৫ থেকে ৬৩.২৫ নম্বর, বিজ্ঞান গ্রুপের ৬৭.২৮ থেকে ৬৬.৭৬ নম্বর এবং ব্যবসায় শিক্ষা গ্রুপের ৭৩.৮০ থেকে ৭৩.০০ নম্বর প্রাপ্তদের সাক্ষাৎকারে উপস্থিত থাকার জন্য বলা হয়। বিজ্ঞপ্ততিতে সাক্ষাৎকারের সময় ভর্তিপ্রার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি/সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল মার্কশীট, মূল সনদ ও অন্যান্য সনদের মূলকপিসহ উপস্থিত থাকতে বলা হয়।

এছাড়া ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে (www.cu.ac.bd) জানা যাবে।

(দ্য রিপোর্ট/আর/এজেড/ডিসেম্বর ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর