thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সবচেয়ে দূষিত শহর দিল্লি

২০১৪ জানুয়ারি ২৯ ১৪:৩৮:১৩
সবচেয়ে দূষিত শহর দিল্লি

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের রাজধানী নয়া দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের করা এক জরিপে এ তথ্য জানা গেছে। এর আগে চীনের বেইজিং ছিল বিশ্বের সবচেয়ে দূষিত শহর।

ভারত সরকারকে দ্রুত দূষণ সতকর্তা নেওয়ার জন্যও বলা হয়েছে। তবে সরকারি সংস্থাগুলো দূষণ বাড়ার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার ব্যাপারে উদাসীন।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে বায়ু দূষণ বেইজিংয়ের প্রায় দ্বিগুণ। কখনও কখনও শহরজুড়ে তীব্র ধোঁয়া চাদরের মতো আচ্ছাদিত হয়ে থাকে। দিল্লিতে বায়ু দূষণ গত বছরের তুলনায় ৪৪ শতাংশ বেড়েছে।

যানবাহন ও কলকারখানা থেকে নির্গত ধোঁয়াই নয়া দিল্লির বায়ু দূষণের মূল কারণ। প্রতিদিন প্রায় ১৪ শ’ যানবাহন দিল্লির রাস্তায় চলাচল করে।

তীব্র দূষণের কারণেই বিগত কয়েকটি শীতে কুয়াশা ও ঠাণ্ডার প্রকোপ বেড়েছে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে।

ধোঁয়ার কারণে বাড়ছে স্বাস্থ্য সমস্যাও। দিল্লির প্রতি পাঁচজনে দুইজন শ্বাসকষ্টে ভুগছেন। (সূত্র: এনডিটিভি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/সা/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর