thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ব্যালটবাক্স ছিনতাই : রাঙ্গুনিয়ায় আ’লীগ নেতার কারাদণ্ড

২০১৫ ডিসেম্বর ৩০ ১৮:৩৬:৪৫
ব্যালটবাক্স ছিনতাই : রাঙ্গুনিয়ায় আ’লীগ নেতার কারাদণ্ড

চট্টগ্রাম অফিস : রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের দায়ে আওয়ামী লীগের এক কাউন্সিলর প্রার্থীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নিশাদুজ্জামান এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত ওই কাউন্সিলর প্রার্থী মো. হারুন পৌর আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।

তবে ব্যালটবাক্স ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে সাজাপ্রাপ্ত মো. হারুন উল্টো অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী আসাদুজ্জামান খান তার সমর্থকদের নিয়ে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন। তিনি ব্যালট বাক্সটি রক্ষা করার জন্য সেটি দুই হাতে জড়িয়ে ধরেন। পরে পুলিশ তাকে ধরে ফেলে।

রাঙ্গুনিয়া থানার এএসআই মো. আরমান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়। পরে গিয়ে ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে দুপুর দুইটার দিকে মজুমদারখিল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়। এ সময় ওই কেন্দ্রে আধঘণ্টা ভোটগ্রহণ স্থগিত ছিল। এ অবস্থায় হারুন ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে আদালত তাকে শাস্তি দেন।

(দ্য রিপোর্ট/এএইচ/এএসটি/এনআই/ডিসেম্বর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর