thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ 25, ২৮ ফাল্গুন ১৪৩১,  ১৩ রমজান 1446

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারচালক নিহত

২০১৫ ডিসেম্বর ৩১ ১৩:১৪:৪৮
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারচালক নিহত

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রেনের ধাক্কায় মোহাম্মদ আনোয়ার হোসেন (৩৭) নামে এক প্রাইভেটকারচালক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের দুই আরোহী আহত হয়েছেন।

উপজেলার ছলিমপুর ফকিরহাট কালুশাহ মাজারসংলগ্ন রেলক্রসিংয়ে বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাশ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সূবর্ণ এক্সপ্রেস কালুশাহ মাজার এলাকার বেঙ্গল লেভেলক্রসিং পার হওয়ার সময় একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে তিনজন আহত হন। আহতদের মধ্যে প্রাইভেটকারের চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে মৃত ঘোঘণা করেন। আহত দু’জনকে একে খান গেট এলাকার আল আমিন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের নাম তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

(দ্য রিপোর্ট/আর/এজেড/ডিসেম্বর ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর