thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে সহযোগীসহ ‘ডাকাত সর্দার’ জাকির গ্রেফতার

২০১৫ ডিসেম্বর ৩১ ১৮:১৮:২৪
চট্টগ্রামে সহযোগীসহ ‘ডাকাত সর্দার’ জাকির গ্রেফতার

চট্টগ্রাম অফিস : দক্ষিণ চট্টগ্রামের দুর্ধর্ষ ডাকাত সর্দার ও হত্যাসহ ১২ মামলার আসামি জাকির হোসেন প্রকাশ ওরফে জাগিরা ডাকাতকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাও থানার মোহরা এলাকায় অভিযান চালিয়ে রোকন নামে তার এক সহযোগীসহ গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি, একটি দোনালা বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

বোয়ালাখালী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাত সর্দার জাকির অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে বোয়ালখালীসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি অস্ত্র আইনে ১২টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে বোয়ালখালি চরন্দ্বীপ এলাকায় এক বাড়িতে ডাকাতি করতে গিয়ে জাকির ও তার দল শামিমা আক্তার ইসমা নামে পাঁচ বছরের এক শিশুকে গুলি করে হত্যা করেছিল।

(দ্য রিপোর্ট/এএসটি/সা/ডিসেম্বর ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর