thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে সাংবাদিক বাবুলের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

২০১৫ ডিসেম্বর ৩১ ১৯:৫২:২১
চট্টগ্রামে সাংবাদিক বাবুলের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রাম অফিস : জেলার বোয়ালখালী উপজেলায় সাংবাদিক আবুল ফজল বাবুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও উপজেলা খেলাঘর আসরের শিশু-কিশোররা।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এ কর্মসূচি উপজেলা সদরের পালন করা হয়।

শুক্রবার বোয়ালখালী প্রেসক্লাব খেলা ঘরের ১৩ শাখা আসর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে। এছাড়া হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে উপজেলা আওয়ামী লীগ সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল করিম বাবুল, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল আলম ও খেলাঘর আসরের নেতৃবৃন্দ।

স্থানীয় সাংবাদিক পূজন সেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ইভটিজিং এর প্রতিবাদ করায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক আবুল ফজল বাবুল। তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য, ও বোয়ালখালী প্রেস ক্লাবের নির্বাহী সদস্য।

জানা যায়, বোয়ালখালীতে মুক্তিযুদ্ধের বিজয় মেলার ৪র্থ দিন মঙ্গলবার সন্ধ্যায় খেলাঘর দিশারীর পরিবেশনায় সংগীতানুষ্ঠান চলাকালে কয়েকজন উশৃঙ্খল যুবক খেলাঘরের কিশোরীদের নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি উপজেলা খেলাঘর সভাপতি আবুল ফজল বাবুল জানতে পেরে এর প্রতিবাদ করেন। এর জের ধরে গত বুধবার দুপুরে দুর্বৃত্তরা বোয়ালখালী প্রেসক্লাবে আসার পথে মুক্তিযোদ্ধা সংসদের সামনে সড়কের ওপর তার ওপর হামলা চালায়।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. শামছুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএসটি/এনআই/ডিসেম্বর ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর