thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

বইয়ের গন্ধে উৎফুল্ল চট্টগ্রামের শিক্ষার্থীরা

২০১৬ জানুয়ারি ০১ ১৫:৩৮:১০
বইয়ের গন্ধে উৎফুল্ল চট্টগ্রামের শিক্ষার্থীরা

চট্টগ্রাম অফিস : বছরের প্রথম দিন নতুন বইয়ের গন্ধে উৎফুল্ল হয়ে উঠেছে চট্টগ্রামের শিশু শিক্ষার্থীদের মন। আনন্দে আত্মহারা ছাত্রছাত্রীরা।

সারাদেশের ন্যায় চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুক্রবার পালিত হচ্ছে বই উৎসব। সকালে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। পরে তিনি মিউনিসিপ্যাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিকের বই উৎসব উদ্বোধন করেন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বলেন, ‘সবাই নতুন বই পড়তে চায়। নতুন বই ভালো। পুরনো বই কারও পছন্দ না। আমরা ছোটবেলায় নতুন বই পেতাম না। পেতাম পুরনো বই। বিশ্বের সব দেশে নতুন বই দেওয়া হয় না। ভারতে শুধু দরিদ্রদের নতুন বই দেওয়া হয়। আমাদের দেশে সরকার সবাইকে নতুন বই দেয়।’

চারটি স্কুলেই জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. দৌলতুজ্জামান খান। প্রথম দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা। শেষের দুটি প্রতিষ্ঠানে ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এবার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ২২৯টি বিষয়ের জন্য চট্টগ্রামে প্রায় এক কোটি ৭৬ লাখ বই বিতরণ করছে সরকার। প্রাথমিক শিক্ষা পর্যায়ের ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৩৩টি বিষয়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিতরণ করা হবে ৫১ লাখ ৭৪ হাজার ৬১৩টি বই। এ ছাড়া মাধ্যমিকে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৮৮টি বিষয়ে বিতরণ করা হবে ৯০ লাখ ৬৬ হাজার ৬২৩টি বই।

মাদ্রাসা পর্যায়ে ইবতেদায়ির ৩৬টি বিষয়ে ১৪ লাখ ৯০ হাজার ৮৩২টি ও দাখিলের ৭২টি বিষয়ে ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪টি বই পাবে শিক্ষার্থীরা।

(দ্য রিপোর্ট/এনডিএস/জানুয়ারি ০১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর