thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ৩ জেএমবি সদস্য কারাগারে

২০১৬ জানুয়ারি ০২ ১৯:৪৭:৫১
চট্টগ্রামে ৩ জেএমবি সদস্য কারাগারে

চট্টগ্রাম অফিস : জেলার হাটহাজারী আমানবাজার এলাকায় জেএমবি আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক গোলাবারুদ এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত তিন জেএমবি সদস্যকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলীর বিশেষ আদালতে জেএমবি সদস্য নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও মো. শওকত রাসেলকে জেলহাজতে পাঠান।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘হাটহাজারী থানার অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনের একটি মামলায় রিমান্ড শেষে তিনজনকে শনিবার আদালতে হাজির করে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।’

গত ২৬ ডিসেম্বর রাতে নগরীর কাজীর দেউড়ি থেকে নাইমুর রহমান, নালাপাড়া থেকে ফয়সাল মাহমুদ ও কসমোপলিটন এলাকা থেকে মো. শওকত রাসেলকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী আমানবাজারে একটি জেএমবি ঘাঁটিতে অভিযান চালিয়ে গুলি, অস্ত্র, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকসহ বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ।

(দ্য রিপোর্ট/এএসটি/সা/জানুয়ারি ০২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর