thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চবি শিক্ষক সমিতির কর্মবিরতি রবিবার থেকে

২০১৬ জানুয়ারি ০২ ২১:৩২:২৮
চবি শিক্ষক সমিতির কর্মবিরতি রবিবার থেকে

চবি প্রতিনিধি : অষ্টম জাতীয় বেতন কাঠামো সংক্রান্ত প্রকাশিত গেজেটের সংশোধন এবং প্রতিশ্রুতিগুলো ‍বাস্তবায়নের দাবিতে রবিবার থেকেই কর্মবিরতিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। ফলে ২০১৫-১৬ শিক্ষাবর্ষেরপ্রথম বর্ষের ক্লাস শুরু অনিশ্চিত হয়ে পড়েছে।

কর্মবিরতির বিষয়টি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করছেন চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী।

দ্য রিপোর্টকে তিনি বলেন, ‘অষ্টম জাতীয় বেতন কাঠামোতে প্রকাশিত গেজেটের সংশোধন এবং প্রতিশ্রুতিগুলো ‍বাস্তবায়নের দাবিতেগত ৩০ ডিসেম্বর আমাদের এক সাধারণ সভায় ৩ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি বিষয়টি সিদ্ধান্ত হয়। আগামীকাল (রবিবার) থেকেই আমরা আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করব। তাই রবিবার কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হবে না।’

বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘আমরা সব সময় ফেডারেশনের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছি। তাই রবিবার মিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেব।’

এদিকে শনিবার দুপুরে একই দাবিতে ১১ জানুয়ারি থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক ব্রিফিংয়ে ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এ ঘোষণা দেন। কিন্তু চবি শিক্ষক সমিতি তাদের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকেই তাদের কর্মসূচি শুরু করবে।

(দ্য রিপোর্ট/এপি/এএসটি/সা/জানুয়ারি ০২, ২০১৫)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর