thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

অন্যরকম এক সংসদের যাত্রা শুরু

২০১৪ জানুয়ারি ২৯ ১৮:২৮:২১
অন্যরকম এক সংসদের যাত্রা শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : গণতন্ত্রের পথে যাত্রা শুরু করার পর অন্যরকম এক সংসদের সূচনা হল। ২৯৭ সদস্য নিয়ে যাত্রা শুরু করেছে দশম সংসদ। মাত্র তিন দিন আগে যে ‘নবম সংসদের’ ইতি ঘটেছে তারই যেন প্রতিচ্ছবি মিলছে এবারকার সংসদে।

ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর সভাপতিত্বে সন্ধ্যা ৬টায় অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও পাঁচ মিনিট দেরিতে শুরু হয়। যেখানে স্পিকার, সংসদ নেতা, সংসদ উপনেতাসহ আগের সংসদের প্রায় দুই-তৃতীয়াংশ সদস্য দশম সংসদেও বহাল।

অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

দীর্ঘ ২৩ বছর পর এবার সংসদে নেই দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও তার সহযোগীরা। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশ না নেওয়ায় তাদের কোনো প্রতিনিধিত্ব নেই। তাদের অনুপস্থিতিতে এবারই প্রথম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বিরোধী দলে এবার নবম সংসদে মহাজোটের শরিক জাতীয় পার্টি। যার নেতৃত্ব দিচ্ছেন সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদ। দলটির প্রধান হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও তার অবস্থান হয়েছে ফার্স্ট লেডির বাম পাশে। এ দু’জন ছাড়াও জাপার আরও তিনজনকে সামনের সারিতে আসন দেওয়া হয়েছে। যদিও আসন সংখ্যার অনুপাতে তাদের সামনের সারিতে চারটি আসন পাওয়ার কথা ছিল।

তবে দলটিকে বিরোধী দল মানতে নারাজ রাজনৈতিক বোদ্ধারা। কারণ, এবারই প্রথম বিরোধী দলের তিনজন সদস্য সরকারের মন্ত্রিসভায় যুক্ত। এ অবস্থায় দলটি সংসদে ঠিক কতখানি বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে পারবে সেটা নিয়ে শঙ্কিত সংসদ বিশ্লেষকরা।

এরই মাঝে স্বতন্ত্র সংসদ সদস্যরা গঠন করেছে আলাদা গ্রুপ। যেখানে রয়েছেন ১৬ জন সদস্য। এদের সিংহভাগ আওয়ামী লীগের নেতা হলেও তারা সংসদে স্বতন্ত্র হিসেবেই বিবেচিত হবেন।

তিনশ সদস্য নিয়ে অধিবেশন শুরুর কথা থাকলেও তিনটি আসনের প্রতিনিধি ছাড়াই শুরু হয়েছে। কেননা, যশোর-১, ২ আসনের ফলাফল স্থগিত ও টাঙ্গাইল-৮ আসনের নবনির্বাচিত সদস্য শওকত মোমেন শাহজাহানের মৃত্যুর কারণে সে আসনটি শূন্য রয়েছে।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মধ্যদিয়ে গঠিত দশম সংসদে এখন সদস্য সংখ্যা ২৯৭ জন। এর মধ্যে আওয়ামী লীগের ২৩১ জন (একজন মারা গেছেন), জাতীয় পার্টির ৩৪ জন, স্বতন্ত্র ১৬ জন, ওয়ার্কার্স পার্টির ৬ জন, জাসদ (ইনুর) ৫ জন, তরিকত
ফেডারেশনের দু’জন, জেপি (মঞ্জুর) দু’জন এবং বিএনএফ’র একজন সদস্য রয়েছেন।

(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/জেএম/সা/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর