thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

মোহাম্মদপুর থেকে ১২টি ককটেল উদ্ধার

২০১৪ জানুয়ারি ২৯ ১৯:৩১:৪৯
মোহাম্মদপুর থেকে ১২টি ককটেল উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ১২টি ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার দুপুর সোয়া একটার দিকে লালমাটিয়ার ‘এফ’ ব্লক থেকে শপিং ব্যাগে রাখা ককটেলগুলো উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

লালমাটিয়া ‘এফ’ ব্লকের কুতুববাড়ির সামনে সোয়া ১টার দিকে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তখন ককটেল বিস্ফোরণস্থলে একটি শপিং ব্যাগ পেয়ে সেটি উদ্ধার করে। ব্যাগের মধ্যে কালো এবং লাল রঙের স্কচ টেপে মোড়ানো ১২টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।

মোহাম্মদপুরের এসি মুক্তাধর জানান, কে বা কারা বিস্ফোরণ ঘটিয়ে ককটেলগুলো রেখে গেছে তা অনুসন্ধান করা হচ্ছে।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এনইউডি/জেএম/সা/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর