thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে আগুনে পুড়ে একজনের মৃত্যু

২০১৬ জানুয়ারি ০৫ ১৩:০৯:২০
চট্টগ্রামে আগুনে পুড়ে একজনের মৃত্যু

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীতে আলাদা দুটি অগ্নিকাণ্ডে আবু তাহের নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং কয়েকটি বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আতঙ্ক ও ধোঁয়ার কারণে আরও তিনজন অসুস্থ হয়ে পড়েছেন।

সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবসিক এলাকা ও বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে।

সোমবার রাত পৌনে ১১টার দিকে পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকায় মো. ইলিয়াছের মালিকানাধীন ছয়তলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। এ সময় আগুন আতঙ্কে তড়িঘড়ি ভবন থেকে নামতে গিয়ে এবং ধোঁয়ার কারণে চারজন অসুস্থ ও আহত হন। তারা হলেন— মো. আবু তাহের চৌধুরী (৭৮), মো. ফারুক (৪৫), জাহানারা নাজনীন (৩৫) ও শিশু মহিউদ্দিন (৮)। আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টার দিকে আবু তাহের মারা যান।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, সুগন্ধা এলাকায় আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ভর্তি হওয়া চারজনের মধ্যে আবু তাহের নামে একজন রাতে মারা গেছেন। অন্যদের চিকিৎসা চলছে।

অপরদিকে মঙ্গলবার ভোরে নগরীর বাকলিয়া এলাকায় আগুনে পুড়েছে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৩টি বসতঘর। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বাকলিয়া লামারবাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম দ্য রিপোর্টকে বলেন, খবর পেয়ে লামারবাজার ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় অন্তত সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

(দ্য রিপোর্ট/এসএস/এএসটি/সা/জানুয়ারি ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর