thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রাজধানীতে পাঁচতলা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

২০১৪ জানুয়ারি ২৯ ২০:১০:০১
রাজধানীতে পাঁচতলা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গেণ্ডারিয়ায় ঘুড়ি উড়াতে গিয়ে পাঁচতলার ছাদ থেকে পড়ে লামিম (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে গেণ্ডারিয়ার ঢালকানগর এলাকার ৮৫/৮৬ নম্বর বাসার ছাদ থেকে পড়ে এ ঘটনা ঘটে।

নিহতের পিতা নজরুল ইসলাম দুর্ঘটনার পর পরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লামিমকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লামিম শ্যামপুর ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক দ্য রিপোর্ট বলেন, আমরা ঘটনাটি জেনেছি এবং সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করেছি।

(দ্য রিপোর্ট/এমএস/এপি/সা/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর